Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে --- ইউনিয়ন

যশোর জেলার শার্শা উপজেলার ১নং ডিহি ইউনিয়ন।শার্শার উত্তরে শার্শার কামার বাড়ীর মোড় হতে পাকা রাস্তা নিজামপুর বাজার,গোড় পাড়া বাজার তারপর ডিহি ইউনিয়নের পাকশিয়া বাজারের পাশে অবস্থিত ডিহি ইউনিয়ন পরিষদ।ইউনিয়ন পরিষদ ভারতের উত্তর ২৪পরগোনার কুড়ুলিয়া মেহেরানীর পাশে। আয়াতন ৩৪.৫৬ বর্গ কিমি, ভোটার সংখ্যা পুরুষ-৯৮২৪,মহিলা-৯৫৭২ মোট-১৯৩৯৬ জন। মোট পরিবার ৫৭৬৬।

সাধারণ তথ্যাবলীঃ

জনসংখ্যা (২০১১ সালের আদমশুমারী অনুযায়ী)

 

পুরুষ-  জন

 

 

মহিলা-   জন

 

 

মোট-    জন

ভোটার সংখ্যা

 

পুরুষ-৯৮২৪

 

 

মহিলা-৯৫৭২

 

 

মোট-১৯৩৯৬

নির্বাচনী এলাকা

 

৯টি ওয়ার্ড

আয়তন

 

৩৪.৫৬ বর্গ কিলো মিটার

গ্রাম

 

২০ টি

মৌজা

 

১৯ টি

বিজিবি ক্যাম্প

 

০৩ টি

মসজিদ

 

৭৮ টি

 

 

শিক্ষাঃ

কলেজ- ০২টি, তার মধ্যে ১টি সরকারী( সাড়াতলা সরকারী বীর শ্রেষ্ঠ নুর মোহাম্মদ ডিগ্রি কলেজ)

সরকারী প্রাথমিক বিদ্যালয়ঃ১৫ টি

সম্প্রতি সরকারিকরনঃ ০২টি

প্রাথমিক বিদ্যালয়ে শিশু ভর্তির হারঃ ১০০%

প্রাথমিক শিক্ষা হতে ঝড়ে পড়া শিশু হারঃ ৮.১৫%

মাধ্যমিক বিদ্যালয়ঃ ৪ টি

রেজি: কিন্ডারগার্টেনঃ ১টি

এবতেদায়ী মাদ্রাসাঃ ১টি

নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ঃ টি

মাদ্রাসাঃ ১ টি

প্রতিবন্ধি বিদ্যালয়-০১টি (আব্দুল আওয়াল ম্সৃতি অটিষ্টিক ও প্রতিবন্ধি বিদ্যালয়)

 

 

 

 

কৃষিঃ

ডিহি ইউনিয়ন বাসীর প্রধান জীবিকা ও অর্থনীতির মূল ভিত্তিই হচ্ছে কৃষি। এ ইউনিয়নের উৎপাদিত ফসলগুলোর মধ্যে ধান, ইক্ষু ও পাট প্রধান। শাকসবজি উৎপাদনের ক্ষেত্রে এ ইউনিয়ন উৎপাদন করে আসছে। এখানে উৎপাদিত সবজিগুলি মধ্যে উল্লেখ্যযোগ্য হলো ফুলকপি, বাধাঁকপি, ওলকপি, মূলা, বেগুন, সীম, পেঁপে, পটল, টমেটো, লাউ, ওল, কচু, আলু, পিয়াজ, মরিচ, লালশাক, সবুজশাক, পালংশাক, মিষ্টিকুমড়া ইত্যাদি। কলা ও খেজুর গুড়ের জন্য এ অঞ্চল বিখ্যাত।  এ ইউনিয়নে প্রায় সকল প্রকার মাছ পাওয়া যায়। তার মধ্যে রুই, কাতলা, মৃগেল, শিং, মাগুর, কই, পুটি, চিংড়ি ইত্যাদি। 

কৃষি সেচঃ

প্রধান প্রধান ফসলঃ ধান, পাট, ইক্ষু, গম

 প্রধান প্রধান রবি শস্যঃ সরিষা, মশুর, কলা, শাক-সবজি